টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত
'গ্রহনযোগ্য গৃহহীনদের' ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
মিয়ানমারের সেনাশাসিত নতুন রোহিঙ্গা পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। তবে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং অভ্যুত্থানের পরে টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে নিয়ম মেনেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সোমবার সিনিয়র জেনারেল হ্লাইং বলেন, তাদের জান্তা সরকার মিয়ানমারের চলমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না।
তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে বাংলাদেশ থেকে গৃহহীনদের ফেরত নেওয়া অব্যাহত রাখব।
বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুসারে রোহিঙ্গা প্রত্যাবাসনেও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। যদিও বক্তব্যে একবারও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি মিয়ানমারের সেনাপ্রধান।
মিয়ানমার সেনাপ্রধান বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে অবশ্য একটি শর্ত দিয়েছেন তিনি। বলেছেন, ‘চুক্তি বাস্তবায়ন হবে, যদি তা দেশের স্বার্থের পরিপন্থী না হয়।’
মিন অং হ্লাইংয়ের ভাষ্যমতে, বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে যারা ‘গ্রহণযোগ্য’, ১৯৮২ সালের নাগরিকত্ব অনুযায়ী তাদেরই ফেরার অনুমতি দেওয়া হবে।
ট্রাম্পের শয্যাসঙ্গী হওয়া ছিল সবচেয়ে বিরক্তিকর, দাবি পর্নতারকার
পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে
দীর্ঘ ১৬০০ বছর হাত ধরে পাশাপাশি শুয়ে আছেন 'দুইজন পুরুষ'
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নায়ক সিনিয়র জেনারেল হ্লাইংয়ের ভাষণের পুরো বক্তব্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার। ভাষণের বেশিরভাগ জুড়েই সেনা অভ্যুত্থানের পক্ষে সাফাই গেয়েছেন তিনি।
এসময় মিয়ানমারে ‘সত্যিকারে সুশৃঙ্খল গণতন্ত্র' প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা হ্লাইং।
সূত্রঃ বিবিসি বাংলা
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য