দুদক সহকারী পরিচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের ভিডিও হাইকোর্টে দাখিলের নির্দেশ
ভারতে মদের কারখানায় অভিযান, পুলিশ কন্সটেবল নিহত
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযানে দেবেন্দ্র নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এসআই অশোক কুমার। মঙ্গলবার রাতে রাজ্যের কাসগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে ওই মদের কারখানায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেই দলে ওই দু'জন পুলিশ সদস্যও ছিলেন।
এ সময় পুলিশ সদস্যদের ওপর লাঠি ও অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। বাকিরা কোনো মতে পালাতে পারলেও দেবেন্দ্র এবং অশোককে আটকে রেখে মারধর করা হয়।
ট্রাম্পের শয্যাসঙ্গী হওয়া ছিল সবচেয়ে বিরক্তিকর, দাবি পর্নতারকার
পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে
দীর্ঘ ১৬০০ বছর হাত ধরে পাশাপাশি শুয়ে আছেন 'দুইজন পুরুষ'
খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী। পরে ওই দুই আহত সহকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান দেবেন্দ্র।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অশোক। তার অবস্থা আশঙ্কাজনক।
সূত্রঃ আনন্দবাজার
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য