মহামারি পৌঁছায়নি মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে

মহামারি পৌঁছায়নি মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে

অনলাইন ডেস্ক

পৃথিবীতে মাত্র দুইটি স্থানে মহামারি পৌঁছায়নি। আর এই দুইটি হল সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে। এমনটাই জানিয়েছেন মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ড. আব্দুর রহমান আল সুদাইস।

'করোনার মহামারি চলাকালীন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা' শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।


'থ্রি ফিঙ্গারস' এর নেপথ্যে

টাই পরতে আপত্তি জানানোয় পার্লামেন্ট থেকে আদিবাসী নেতা বহিষ্কার

ট্রাম্পের শয্যাসঙ্গী হওয়া ছিল সবচেয়ে বিরক্তিকর, দাবি পর্নতারকার

দীর্ঘ ১৬০০ বছর হাত ধরে পাশাপাশি শুয়ে আছেন 'দুইজন পুরুষ'


তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে– এই জাতি সংকট ও দুর্যোগ মোকাবিলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন মদিনা ও আসিরের গভর্নর, রয়েল কোর্টের উপদেষ্টা, মসজিদ আল হারামের গ্র্যান্ড মুফতি শায়খ খালিব ইবনে হুমাইদ ও কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা।  

news24bd.tv / নকিব