ভিয়েতনামের হাতে ধরা অপরূপ সোনালি সেতু

ভিয়েতনামের হাতে ধরা অপরূপ সোনালি সেতু

Other

ভিয়েতনামের দা নাংয়ের অদূরে অবস্থিত সোনালি সেতুটি এর আশপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য ও অভিনব ডিজাইনের জন্য দর্শনার্থীদের মুগ্ধ ও অভিভূত করে।

সেতুটি এমনভাবে ডিজাইন করা হয়েছে- দেখলে মনে হয়, দুটি বিশাল পাথুরে হাত সেতুটিকে উঁচিয়ে ধরে আছে। এটি দশনার্থীদের বিস্মিত ও বিমুগ্ধ করে।

সেতুটি বা না হিলসের পাশ ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ শ মিটার ওপরে স্থাপিত।

এখানকার উদ্যানের সাথে ক্যাবল কার স্টেশনকে সংযুক্ত করতে এটি তৈরি করা হয়।

news24bd.tv

সেতুটির মূল আকর্ষণ বিশাল হাতের পাতা দুটি দেখতে পাথরের তৈরি মনে হলেও আদতে এগুলো স্টীলের তৈরি।

১৫০ মিটার বা ৪৯৯ ফুট দীর্ঘ এই বক্রাকার পথচারী সেতুটি পর্যটকদের চারপাশের নয়নাভিরাম দৃশ্য উপভোগের জন্য চমৎকার সুযোগ এনে দেয়।

প্রকল্পটির ক্লায়েন্ট হলো সান গ্রুপ।

হো চি মিন সিটি-ভিত্তিক টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার কোম্পানি সেতুটির নকশা প্রণয়ন করে।

সংস্থার প্রতিষ্ঠাতা ভু ভিয়েত আনহ ছিলেন এই প্রকল্পের প্রধান ডিজাইনার। সেতু ডিজাইনার ছিলেন ট্রান কোয়াং হ্যাং এবং সেতুরর ডিজাইন ম্যানেজার ছিলেন এনগুইন কোয়াং হু তুয়ান।


মহামারি পৌঁছায়নি মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে

টাই পরতে আপত্তি জানানোয় পার্লামেন্ট থেকে আদিবাসী নেতা বহিষ্কার

ট্রাম্পের শয্যাসঙ্গী হওয়া ছিল সবচেয়ে বিরক্তিকর, দাবি পর্নতারকার

দীর্ঘ ১৬০০ বছর হাত ধরে পাশাপাশি শুয়ে আছেন 'দুইজন পুরুষ'


২০১৭ সালের জুলাই মাসে সেতুটির নির্মাণ শুরু হয় এবং শেষ হয় ২০১৮ সালের এপ্রিল মাসে। ২০১৮ সালের জুন মাসে সেতুটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়।

বছরে প্রায় ১৫ লাখ পর্যটক সেতুটি দেখতে ভিয়েতনামে ভিড় করে। আয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক