রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা মামলায় মেজর সৈয়দ জিয়াউল হকসহ আট আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  

আজ ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায় শোনার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান।

এদিন রায়ের ঠিক আগে আদালতে হাজির হন ডা. রাজিয়া রহমান, তার সাথে আসেন আতিকা রুমা ও সৈয়দ হাসান ইমামের মেয়ে সৈয়দা তানজুমা ইমাম।

তাদেরও কাঁদতে দেখা যায়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাজিয়া রহমান বলেন, যারা এখন পর্যন্ত পলাতক, তাদের দ্রুত গ্রেপ্তার করে রায় যেন কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির, আবদুস সবুর ওরফে আবদুস সামাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল রিফাত, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব।  


সম্মানবোধের শিক্ষাটা আসে পরিবার থেকে: সামিয়া রহমান

শ্রমিক নেয়াসহ যে বিষয় নিয়ে আলোচনা হল মালদ্বীপের সাথে

যে তাসবিহ পাঠ করলে অধিক নেকি লাভ ও গোনাহ মাফ হয়


আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক রয়েছেন।

 

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান বাদি হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

প্রকাশক দীপন হত্যায় মেজর জিয়াসহ ৮ আসামির ফাঁসি

news24bd.tv নাজিম