কুমিল্লা চিড়িয়াখানা থেকে পালানো বাঘটি উদ্ধার

কুমিল্লা চিড়িয়াখানা থেকে পালানো বাঘটি উদ্ধার

অনলাইন ডেস্ক

কুমিল্লা চিড়িয়াখানা থেকে পালানো সেই মেছো বাঘ উদ্ধার করে উপজেলার প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর তাল পুকুরপাড় এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রমতে, গত ২৩ জানুয়ারি কুমিল্লার মেঘনা উপজেলার প্রশাসনের নিকট মেছো বাঘটি হস্তান্তর করেন স্থানীয়রা।

বাঘটি বালুবাহী ট্রলারে সবার অজান্তে সিলেট থেকে কুমিল্লার মেঘনা উপজেলায় আসে। ২৪ জানুয়ারি জেলা প্রশাসন কুমিল্লা চিড়িয়াখানায় সেটি হস্তান্তর করে। পুরাতন বাঘের খাঁচায় মেছো বাঘটি রাখা হয়। পরদিন ২৫ জানুয়ারি সকালে খাঁচায় বাঘটি দেখা যায়নি।

আরও পড়ুন: 


ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

দেশীয় বিলুপ্ত প্রজাতির শকুনটিকে খাওয়ানো হচ্ছে মাংস

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি


চিড়িয়াখানার প্রাণীদের পরিচর্যা কর্মী শাহ আলম বলেন, ডিসি স্যার যে দিন বাঘটি দিয়েছেন, আমরা খাঁচায় রেখেছি। মুরগির গোস্ত পিস করে রাতের খাবার দিয়েছি, পানি দিয়েছি। সকালে এসে দেখি বাঘ নেই। মঙ্গলবার ফোন পাই নগরীর তাল পুকুর পাড়ে স্থানীয়রা সেটিকে আটক করেছে। আমরা সন্ধ্যায় গিয়ে নিয়ে এসেছি।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, নগরীর তাল পুকুর পাড়ে স্থানীয়রা সেটিকে আটক করেছে। আমরা সন্ধ্যায় গিয়ে নিয়ে এসেছি। চিড়িয়াখানায় খাঁচা মেরামত করে বাঘটি উন্মুক্ত করব।

news24bd.tv তৌহিদ