র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেন কোহলি, প্রথম তিনে জো রুট

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেন কোহলি, প্রথম তিনে জো রুট

অনলাইন ডেস্ক

চেন্নাই টেস্টে ইংল্যান্ডের কাছে হারের ফলে শুধু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকাতেই ভারতকে পিছিয়ে যেতে হয়নি, বরং প্রভাব পড়ে কোহলিরদের ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিংয়েও।

বোলারদের তালিকায় ইতিবাচক পরিবর্তন চোখে পড়লেও ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে হল বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের।

আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং অনুযায়ী ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি পিছিয়ে গেলেন একধাপ। গতবার বিরাটকে চার নম্বরে ঠেলে দিয়ে তিনে উঠে এসেছিলেন মার্নাস ল্যাবুশেইন।

এবার জো রুটের উত্থান পিছিয়ে যেতে বাধ্য করল কোহলিকে। রুট দুই ধাপ উঠে এসে পাঁচ থেকে তিন নম্বরে চলে এসেছেন। কোহলি পিছলে গিয়েছেন চার থেকে পাঁচে। ল্যাবুশেইন তৃতীয় স্থান থেকে চার নম্বরে নেমে গিয়েছেন।

প্রথম দু'টি স্থানে আগের মতোই আছেন কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ।


মহামারি পৌঁছায়নি মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে

টাই পরতে আপত্তি জানানোয় পার্লামেন্ট থেকে আদিবাসী নেতা বহিষ্কার

ট্রাম্পের শয্যাসঙ্গী হওয়া ছিল সবচেয়ে বিরক্তিকর, দাবি পর্নতারকার

ভিয়েতনামের হাতে ধরা অপরূপ সোনালি সেতু


ব্যাটসম্যানদের প্রথম দশে ভারতের অপর প্রতিনিধি চেতেশ্বর পূজারা এক ধাপ পিছিয়ে ৬ থেকে ৭ নম্বরে চলে গিয়েছেন।

অল-রাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজা ও অশ্বিন যথাক্রমে তিন ও ছয় নম্বরেই থেকে গিয়েছেন। শীর্ষে রয়েছেন বেন স্টোকস।

news24bd.tv / নকিব