এতিমখানার চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এতিমখানার চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক রবিউল ইসলাম (২৯) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপু‌রে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালিয়া মধুপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে। তিনি ওই এলাকার পারিজাত বৃদ্ধাশ্রম ও এতিমখানার শিক্ষক ছিলেন।


‘করোনায় আক্রান্ত’ বলে ধর্ষণ থেকে বাঁচলেন তরুণী

‌‘বাড়ি চলে যান, নইলে অ্যাকশন’, বিক্ষোভকারীদের মিয়ানমারের সেনাবাহিনী

মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র

পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

বটি দিয়ে কুপিয়ে ধর্ষণ থেকে বাঁচলেন নারী


মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পারিজাত বৃদ্ধাশ্রম ও এতিমখানার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক রবিউল।

একই প্রতিষ্ঠানের আরো কয়েক ছাত্রীর সাথেও তিনি একই ঘটনা ঘটান। তিনি যৌন নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করতেন। ঘটনা জানাজানি হওয়ার পর পারিজাত বৃদ্ধাশ্রম ও এতিমখানার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামি রবিউলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

news24bd.tv তৌহিদ