চবির ভর্তি পরীক্ষা ঈদের পর

চবির ভর্তি পরীক্ষা ঈদের পর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পরপরই অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা আয়োজনের যাবতীয় প্রস্তুতি শুরু করেছি।

আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঈদের পরে নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি মিটিং হবে। সেখানে তারিখ নির্ধারিত হবে।


বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?


পরীক্ষা কোথায় হবে এবং কী কী যোগ্যতার ভিত্তিতে অংশ নেওয়া যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা আমরা ক্যাম্পাসের ভেতরেই নেওয়ার চেষ্টা করবো। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা এখনও চূড়ান্ত হয়নি। ’

news24bd.tv নাজিম