নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মেয়ের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর আমরা বেশ কিছু আলামত পেয়েছি। যা দ্রুত সময়ের মধ্যে জানানো হবে। এ ঘটনায় নিহত আসমা বেগমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি অজ্ঞাতনামা রেখে আসামি করা হয়।
মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার
গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ
বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে
রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী
দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের টাংগন নদীর পশ্চিম পাড়ে স্বামী ও পূর্ব পাড়ে স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিনটি ইউনিট মাঠে কাজ করছে।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য