বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
করোনায় এক দিনে মুত্যুর চেয়ে দুর্ঘটনায় মৃত্যু বেশি
আসিফ টিপু
দেশে মহামারী করোনায় একদিনে যেখানে মৃত্যু সংখ্যা ১০, সেখানে সড়ক দুর্ঘটনাতেই মারা গেলেন ১৬ জন। এর মধ্যে ঝিনাইদহের কালিগঞ্জে ১০, কক্সবাজারে টেকনাফে ৪ এবং কুষ্টিয়া ও লালমনিরহাটে একজন করে নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। তথ্য বলছে, সড়ক দুর্ঘটনায় একবছরে প্রাণ গেছে ৫ হাজার ৪৩১ জনের।
ফরিদপুরগামী জেকে পরিবহণের বাসটি বুধবার বেলা ৩ টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জের বারোবাজার অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি পরিবহণই সড়কের ওপর ছিটকে পড়ে।
তাৎক্ষনিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে যুক্ত হয় কালীগঞ্জ ফায়ার স্টেশন ও থানা পুলিশ। ঘটনাস্থলেই মারা যান ৯ জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো ১ জনের।
আহতদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার
গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ
বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে
রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী
দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?
এদিন সকাল ১০ টায় কক্সবাজারের টেকনাফের লম্বাবিল এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন মারা যান। নিহতদের সবাই অটোরিক্সার যাত্রী। বুধবার সড়ক দুর্ঘটনায় লালমনিরহাটের দূরাকুটিতে ১ জন ও কুষ্টিয়ায় দৌলতপুরে মারা গেছেন আরো ১ জন।
বেসরকারী সংস্থা সেফটি ফাউন্ডেশনের হিসেব বলছে, গেল এক বছরে চার হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫ হাজার ৪৩১ জন। আর চলতি বছরের শুরুর মাস জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি। এসব দুর্ঘটনায় ৪৮৪ জন নিহত ও ৬৭৩ জন আহত হয়েছেন।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য