মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
ইউরোপ-আমেরিকায় বসে ভ্যাক্সিনের জন্য হাহাকার করছি
আমিনুল ইসলাম
ভ্যাক্সিনেশনে এখন পর্যন্ত বাংলাদেশ সফল বলতেই হচ্ছে।
হাজারো সমালোচনা যেহেতু করি, তাই ভালোটাও বলতেই হবে।
গতকাল রাতেই আমার এখানকার বান্ধবীর সাথে কথা বলছিলাম। ওর বাবা কোভিডে মারা গিয়েছে। মা এখনও বেঁচে আছে। মেয়েটা মায়ের জন্য ভ্যাক্সিন খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে এখনও চাইলেই ভ্যাক্সিন পাওয়া যাচ্ছে না।
পুরো ইউরোপ জুড়েই একই অবস্থা।
সেই হিসেবে ভ্যাক্সিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে।
আরও পড়ুন:
আজ ৯২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া
টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া ২০৭ জনের শরীরে
ঝিনাইদহে নিহতদের ছয়জন নারী, তিনজন পুরুষ
বুকে পবিত্র কোরআন শরীফ চেপে ধরে ধর্ষণ থেকে রক্ষা পান সেই গৃহবধূ
‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের
সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের শোক
ভ্যাক্সিন নিয়ে কোন রাজনীতি নয়। সোজা গিয়ে ভ্যাক্সিন নিন। যে বা যারা ভ্যাক্সিনের বিরুদ্ধে বলবে, বুঝে নিবেন- তিনি বা তারা আপনার শত্রু। দেশের শত্রু।
ভ্যাক্সিন আমাদের ট্যাক্সের টাকায় কেনা এবং এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত।
ইউরোপ-আমেরিকায় বসে আমরা ভ্যাক্সিনের জন্য হাহাকার করছি।
তাই নিজে ভ্যাক্সিন নিন। অন্যকেও উৎসাহ দিন ভ্যাক্সিন নিতে।
আমি তো মনে করি বাংলাদেশ এখন পর্যন্ত পুরোপুরি সফল।
৪০ বছরের উপরে যে কেউ'ই চাইলে ভ্যাক্সিন দিতে পারছে।
সবাই ভ্যাক্সিন নিন। এতে করে যদি একটা জীবনও বেঁচে যা, তাহলে সেটাই সফলতা।(ফেসবুক থেকে)
আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য