স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
যারা মানুষের কথা চিন্তা করে তারাই রাজনীতিতে টিকে থাকে: প্রধানমন্ত্রী
আফরিন আনোয়ার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই করোনা ভ্যাকসিন আনার পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকে তারাই, যারা মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। সরকার প্রধান বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো মানুষের জন্য কাজ করেনি বলেই জনগণের কাছে তাদের স্থান নেই।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতে জাতির পিতার নেতৃত্বে সকল আন্দোলনে তরুণরা অগ্রনী ভূমিকা রেখেছে উল্লেখ করে আগামীতে তারুণ্যের শক্তি দিয়েই দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার
গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ
বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে
রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী
দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?
জাতির পিতার আদর্শ স্মরণ করিয়ে সংগঠনকে শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন তিনি । একই সঙ্গে সমালোচনায় কান না দিয়ে মানুষের জন্য রাজনীতি করার আহ্বান জানান সরকার প্রধান।
রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যসহ, যুবলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য