শয়তান প্ররোচিত করে অন্যায় করার জন্য

শয়তান প্ররোচিত করে অন্যায় করার জন্য

Other

সুবিধা বা অসুবিধা যাই বলি না কেনো অনেক কিছু আমি আগাম টের পাই। খারাপ কিছু ঘটার আগে মনে কু ডাক দেয়। ভাল কিছু ঘটার আগে মনে স্নিগ্ধ বাতাস বইতে থাকে। আগাম টের পাই বলে জীবনে অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি আমি।

 

আমি সাধারণত কোনো অন্যায় কাজ করতে চাই না। অনেক সময় শয়তান প্ররোচিত করে অন্যায় করার জন্য। তখন শুদ্ধ বোধগুলো লুপ্ত হয়ে যায়। অবচেতন মন বলে আমি যা করছি তা ঠিক না কিন্তু শয়তান বলে কর কর।

 


মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?


কোনো অন্যায় করার পর যখন চেতনা ফিরে আসে তখন অনুশোচনা শুরু হয়ে যায়। শুধু তাই না আমি যখনই কোনো অন্যায় করি সাথে সাথে রেজাল্ট পাই। বেশিক্ষন অপেক্ষা করতে হয় না। অন্যায় আমার সয় না একদম। সামান্যতম ভুল করেও আমি রেহাই পাই না সহজে। কেউ কেউ সাথে সাথে রেজাল্ট পায়, কেউ একটু দেরিতে পায় আবার কেউ কেউ সারাজীবন অন্যায় করেও দিব্যি আছে। তাদের কখনো কিছু তো হয় না!

(ফেসবুক থেকে)

news24bd.tv / কামরুল