দিনের বেলায় রাজমিস্ত্রি হোটেল বয়ের কাজ, রাতে ডাকাতি

দিনের বেলায় রাজমিস্ত্রি হোটেল বয়ের কাজ, রাতে ডাকাতি

অনলাইন ডেস্ক

রাজধানীতে গ্রেপ্তার হওয়া শাওন, জাহিদুল ইসলাম, ইয়ামিন, হৃদয় ও বাবুল দিনের বেলায় রাজমিস্ত্রি ও হোটেল বয়ের কাজ করতেন। আর রাত হলেই তারাই দুর্ধর্ষ ডাকাত-ছিনতাইকারী। তারা ছিনতাই করা পিকআপ ভ্যান বা ট্রাকে নির্জন জায়গাগুলো মানুষকে টার্গেট করতেন।

সম্প্রতি রাজধানীতে একটি ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তদন্তে নেমে পুলিশ পাঁচ সদস্যদের চক্রকে গ্রেপ্তার করে।

তাদের জিজ্ঞাসাবাদে চক্রের এমন তথ্য বেরিয়ে আসে।

মঙ্গলবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই-ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ, ১টি চাপাতি, ৩টি ছুরি ও ১১টি মুঠোফোন জব্দ করে ডিবি পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা-ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।