লাহোরে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

লাহোরে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

অনলাইন ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে প্রোটিয়ারা। করাচীতে প্রথম টেস্টে ৭ উইকেটে জয়ের পর রাওয়ালপিন্ডিতে জয়ের সম্ভাবনা তৈরি করেও ৯৫ রানে হারতে হয় সফরকারী দলকে।

সেসব আপাতত অতীত।

টি-টোয়েন্টিতে প্রোটিয়ারা জয়ের মুখ দেখবে কী না সেটা সময় বলে দেবে।

লাহোরে আজ ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের সিরিজটি। সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ এবং তৃতীয় ম্যাচ ১৪ ফেব্রুয়ারিতে।

সবকটা ম্যাচই হবে দিবারাত্রির। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে।


মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?


বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বর দল পাকিস্তান। এদিকে প্রোটিয়ারা রয়েছে পাঁচ নম্বরে। বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের এই সিরিজে।

সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে ৩টি জিতেছে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা জিতেছে পাঁচটিতে মোটে ১টি।

পাকিস্তান সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), খুশদিল শাহ, আসিফ আলী, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, হারিস রউফ ও উসমান কাদির।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ: জানেমান মালান, রেজা হেন্ড্রিক্স, জন-জোন স্মটস, ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন (অধিনায়ক-উইকেট রক্ষক), পাইট ভ্যান বিজোন, ডুয়েইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, লুথো সিপমলা, তাবারিজ শামসি ও গ্লেন্টন স্টুউম্যান।