পারস্য উপসাগরের কিশ দ্বীপে নৌযান মহড়া

পারস্য উপসাগরের কিশ দ্বীপে নৌযান মহড়া

অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরের ‘কিশ’ দ্বীপের মানুষেরা ভিন্ন আঙ্গিকে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন করেছে। তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা দিয়ে সাজানো শতাধিক নৌযান নিয়ে পারস্য উপসাগরে মহড়া দিয়েছে। এসব নৌযানের মধ্যে ছোট জাহাজ, ট্রলার ও স্পিডবোটে সংখ্যাই ছিল বেশি। এ সময় আকাশে জাতীয় পতাকাবাহী প্যারাসুটও দেখা যায়।

নৌযানগুলোতে এ সময় ইরানের বিশাল আকারের পতাকা শোভা পাচ্ছিল।

আরও পড়ুন:


সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল

সৌদিতে কারখানায় আগুন, ৬ বাংলাদেশি নিহত

৬ জাতি সমঝোতা বাস্তবায়ন না করলে ইরান প্রতিশ্রুতিতে ফিরবে না: রুহানি

শেষ হয়ে যাচ্ছে বরাদ্দ টিকা


এছাড়া কিশ দ্বীপের অধিবাসীদের গাড়ি শোভাযাত্রাও ছিল দর্শনীয়। প্রায় সব গাড়ীতেই ছিল ইরানের জাতীয় পতাকা ও বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী (রহ.)'র ছবি।

করোনার কারণে সবাই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ওই শোভাযাত্রায় অংশ নে।

মহামারির কারণে অতীতের মতো এবার গণশোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়নি।

news24bd.tv আহমেদ