লেখকরা শোষণমুক্ত মানবিক সমাজ গড়ার পক্ষে কাজ করেন

লেখকরা শোষণমুক্ত মানবিক সমাজ গড়ার পক্ষে কাজ করেন

Other

লেখকরা শোষণমুক্ত মানবিক সমাজ গড়ার পক্ষে কাজ করেন। যারা এমন সমাজ চায় না তারাই লেখকের সাহিত্যমূল্য নিয়ে প্রশ্ন তোলে বলে মনে করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ। কার লেখা কার চাইতে বেশি ভালো তা বিচার করা খুব কঠিন কাজ বলেও তিনি মনে করেন।

সাহিত্যের লড়াই অন্ধকার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

তাই লেখকের সংখ্যা যত বাড়বে মানুষের চিন্তাশীলতা, প্রগতি তত বেশি শক্তিশালী হবে বলে মনে করেন কবি নির্মলেন্দু গুণ। যারা সাহিত্যমূল্য নিয়ে প্রশ্ন তোলেন তারা দেশের ভালো চান না। এই অপশক্তি বেষ্ঠিত মানুষেরা প্রকাশনা শিল্প ও লেখককুলকে নিরুৎসাহিত করতে চান বলে মত তার।


বৃদ্ধা মাকে ঘরে তুলেন না ছেলে, ভরণপোষণের ভার নিলেন ইউএনও

কন্যাসন্তান জন্ম দেয়ায় ৩ তালাক দিলেন স্বামী

পাঠ্য বইয়ে জামায়াতকে রাজনৈতিক দল উল্লেখ করায় প্রতিবাদ

মার্কিন ঘাঁটিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্র প্রদর্শন ইরানের


তিনি আরও বলেন, লেখক কতটা ভালো সাহিত্য রচনা করেন তার বিচার করা মুশকিল।

কারণ লেখার মান ভাষার ব্যবহার, চিত্রকল্প, পটভূমিসহ আরও অনেক কিছুর ওপর নির্ভর করে। আবার পাঠকপ্রিয়তাও গুরুত্বপূর্ণ বিষয়।

বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কবিতা রয়েছে নির্মলেন্দু গুণের। কবি নির্মলেন্দু গুণ মনে করেন দেশের ইতিহাস জেনে এ বিষয়ে লেখা উচিত তরুণ লেখকদের।
news24bd.tv আয়শা