শকুন রক্ষা ও বংশবৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে শকুন পরিচর্যা কেন্দ্র

শকুন রক্ষা ও বংশবৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে শকুন পরিচর্যা কেন্দ্র

Other

শকুন রক্ষা ও বংশবৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে গড়ে তোলা হয়েছে শকুন পরিচর্যা কেন্দ্র। এই কেন্দ্রে বিভিন্ন জেলা থেকে শকুন সংগ্রহ করে নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে সবল ও সুস্থ্য হলে তাকে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হয়। আর  বিলুপ্ত এই পাখি দেখতে  প্রতিদিনই দুর দুরান্ত থেকে আসছেন শতশত দর্শনার্থী।

উত্তরবঙ্গের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হয়েছে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে। শকুন রক্ষা এবং বংশ বিস্তারের লক্ষ্যে ৬ বছর আগে বন বিভাগ ও আইইউসিএন বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কেন্দ্রটি চালু করা হয়।


ঝিনাইদহের বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২

দেশে বিদেশে অর্থপাচারকারীদের বয়কটের আহ্বান

বৃদ্ধা মাকে ঘরে তুলেন না ছেলে, ভরণপোষণের ভার নিলেন ইউএনও

কন্যাসন্তান জন্ম দেয়ায় ৩ তালাক দিলেন স্বামী


বিলুপ্ত প্রায় এই শকুন প্রতিবছর শীতের সময় অন্য এলাকা থেকে দিনাজপুরসহ এ অঞ্চলে অসুস্থ বা খাদ্যাভাবে ক্লান্ত অবস্থায় আসে। ঠিকমতো উড়তে না পারায় সেসব শকুনকে উদ্ধার করে এই কেন্দ্রে আনা হয়।

আর এসব শকুন দেখতে প্রতিদিনই দুর-দুরান্ত থেকে আসছেন অনেকে।  

সংশ্লিস্টরা জানান, প্রতি বছরের মার্চ-এপ্রিলের দিকে এসব শকুন ছেড়ে দেওয়া হয়। এ বছর ২১টি শকুন ছেড়ে দেওয়া হবে। গত বছরের এপ্রিলে ১৩টি শকুন সুস্থ অবস্থায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়।

news24bd.tv আয়শা