আবারো অস্থির হয়ে উঠছে যশোরের চালের বাজার

আবারো অস্থির হয়ে উঠছে যশোরের চালের বাজার

Other

ফের অস্থির হয়ে উঠেছে যশোরে চালের বাজার। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দর বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের কারসাজি ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আর দফায় দফায় চালের দরের উর্ধ্বগতিতে বিপাকে সাধারণ ক্রেতারা।

পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরের বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের চালের দর কেজি প্রতি দুই থেকে তিন টাকা পর্যন্ত। গেল সপ্তাহে যে মিনিকেট চাল বিক্রি হয়েছে প্রতিকেজি ৫৮ টাকা দরে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আবার ৬২ টাকার বাসমতি চাল বিক্রি হচ্ছে কেজিতে ৬৫ টাকায়। একই সাথে ৪০ টাকা দরের মোটা চাল বিক্রি হচ্ছে ৪২ টাকায়।


ঝিনাইদহের বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২

দেশে বিদেশে অর্থপাচারকারীদের বয়কটের আহ্বান

বৃদ্ধা মাকে ঘরে তুলেন না ছেলে, ভরণপোষণের ভার নিলেন ইউএনও

কন্যাসন্তান জন্ম দেয়ায় ৩ তালাক দিলেন স্বামী


চালের দর উর্ধ্বগতির কারণ হিসেবে অসাধু ব্যবসায়ীদের চাল মজুদ করে রাখা ও ব্যবসায়ী সিন্ডিকেটকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা।      

দফায় দফায় চালের দর উর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। চালের বাজার স্থিতিশীল রাখতে সুষ্ঠ মনিটরিং করার দাবি তাদের। নিত্যপ্রয়োজনীয় এই পন্যের দর নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ক্রেতাদের।
news24bd.tv আয়শা