থামছে না ব্রহ্মপুত্রের ভাঙ্গন

প্রতীকী ছবি

থামছে না ব্রহ্মপুত্রের ভাঙ্গন

Other

শুকনো মৌসুমেও কুড়িগ্রামে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙ্গন অব্যাহত রয়েছে। গত এক মাসে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি, গাছপালা ও ফসলী জমি।

দ্রুত ভাঙ্গন রোধ করা না গেলে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হয়েছে।

শিগগির নির্মাণ করা হবে স্থায়ী বাধ।

সাধারণত বর্ষা মৌসুমে ভাঙ্গনের কবলে পড়ে ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চল। এবার শুকনো মৌসুমেই ভাঙ্গছে নদের পাড়।

উলিপুর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন বেগমগঞ্জ।

ব্রহ্মপুত্রের করাল গ্রাসে একটু একটু করে বিলীন হচ্ছে ইউনিয়নটির স্থলভাগ। নদীগর্ভে বিলীন হয়েছে ফসলী জমি, গাছপালা এমনকি বসতবাড়িও। গৃহহীন পরিবারগুলো ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে।

এই এলাকায় ব্রহ্মপুত্র নদ ঘিরে গড়ে উঠা ঐতিহ্যবাহী মোল্লারহাটও পড়েছে ভাঙ্গনের মুখে। ভাঙ্গন রোধে টেকসই বাধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।


মহামারি পৌঁছায়নি মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে

সরকার আল জাজিরার ভাইরাসে আক্রান্ত: বিএনপি

কানাডাকে গুজব না ছড়ানোর আহ্বান ইরানের

ভিয়েতনামের হাতে ধরা অপরূপ সোনালি সেতু


প্রাথমিকভাবে জিও ব্যাগ ডাম্পিং করেছে পানি উন্নয়ন বোর্ড। জেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম  বলেছেন, স্থায়ী বাধ নির্মাণে আবেদন করা হয়েছে। বাজেট পেলে দ্রুতই কাজ শুরু হবে।

শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভুক্তভোগীরা।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক