অবশেষে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে চীন-ভারত

অবশেষে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে চীন-ভারত

অনলাইন ডেস্ক

হিমালয়ের পশ্চিমাঞ্চল থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন ও ভারত। দুই দেশের মধ্যে প্রায় এক মাস চলা অচলাবস্থার পর এই খবর এসেছে।

বৃহস্পতিবার পার্লামেন্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনরাথ সিং বলেন, সামরিক কমান্ডার ও কূটনীতিকদের মধ্যে কয়েক দফা আলোচনার পর দুদেশের মধ্যে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি জানান, চীনের সঙ্গে আমাদের অব্যাহত আলোচনার পর পেংগং লেকের উত্তর ও দক্ষিণ সীমানা থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার থেকে লেকের তীর থেকে দুই দেশের সম্মুখসারির সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।


মহামারি পৌঁছায়নি মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে

সরকার আল জাজিরার ভাইরাসে আক্রান্ত: বিএনপি

কানাডাকে গুজব না ছড়ানোর আহ্বান ইরানের

বিচার ব্যবস্থায় পরিবর্তন আনছে সৌদি আরব


গত বছরের এপ্রিলে সীমান্তে দুই দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়।

ভারত জানায়, ভারতীয় অংশের গভীরে চীনের সেনারা ঢুকে পড়েছে। আর চীন জানায়, ভারতীয় সেনারা সেখানে উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে।

news24bd.tv / নকিব