একসাথে দুটি মাস্কে করোনার ঝুঁকি ৯০ শতাংশ কমে, নতুন গবেষণা

একসাথে দুটি মাস্কে করোনার ঝুঁকি ৯০ শতাংশ কমে, নতুন গবেষণা

অনলাইন ডেস্ক

একসাথে দুটি মাস্ক পরলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় বলে জানা যায়। নতুন এক গবেষণায় এ ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ (সিডিসি) এর চালানো একটি গবেষণায় দেখা হয়, একটি তিন স্তর বিশিষ্ট মেডিক্যাল মাস্কের ওপরে কাপড়ের মাস্ক পরে তা কানের সঙ্গে আটকে দেয়ার পর এর সঙ্গে যে বাড়তি কণাগুলো আটকে যায় তা সামগ্রিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তোলে।

গবেষণার ফলাফলে দেখা যায়, এই পদ্ধতিতে করোনা আক্রান্ত অ্যারোসলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কমে।

গবেষণায় আরও দেখা যায়, কোনো মাস্ক না পরার চেয়ে একটি মাস্ক ড্রপলেট আকারের অ্যারোসলের সংস্পর্শ প্রতিরোধে সহায়তা করে।

সিডিসি পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, পরীক্ষার ফলাফলে যা পাওয়া গেছে তা হল, মাস্ক কাজ করে এবং তা সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন তা উপযুক্ত ও সঠিকভাবে পরা হয়।


মহামারি পৌঁছায়নি মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে

সরকার আল জাজিরার ভাইরাসে আক্রান্ত: বিএনপি

কানাডাকে গুজব না ছড়ানোর আহ্বান ইরানের

বিচার ব্যবস্থায় পরিবর্তন আনছে সৌদি আরব


পরীক্ষায় দেখা যায়, বোনা হয়নি এমন মেডিক্যাল মাস্ক এককভাবে কৃত্রিমভাবে তৈরি কাশির ৪২ শতাংশ কণা আটকাতে পারে আর কাপড়ের মাস্ক আটকাতে পারে ৪৪.৩ শতাংশ। আর দুটি মাস্ক একসঙ্গে ৯২.৫ শতাংশ কণা আটকাতে পারে।

কাজেই অধিক সচেতনতার জন্য দুটি মাস্ক ভালোভাবে পরলে তা এই মহামারির বিরুদ্ধে অপেক্ষাকৃত বেশি কার্যকরী হবে।

news24bd.tv / নকিব