ল্যাপটপে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন যে ভাবে

ল্যাপটপে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন যে ভাবে

অনলাইন ডেস্ক

ল্যাপটপের ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। এক নজরে দেখে নেয়া যাক এগুলো-

ব্রাইটনেসঃ ল্যাপটপের ব্রাইটনেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি অতিরিক্ত ব্রাইটনেস ব্যাবহার না করে একটু কমিয়ে ব্যবহার করি তাহলে ব্যাটারী ব্যাকআপ বেশ ভালই দিবে।

অতিরিক্ত ফিচার বন্ধ রাখাঃ আমরা যদি অতিরিক্ত ফিচার যেমন ব্লুটুথ, ওয়াইফাই, গ্রাফিক্স কার্ড ইত্যাদি অফ রাখি তাহলে তাহলে ব্যাকআপ ভাল দিবে।

অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ রাখাঃ অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অ্যাপসগুলো বন্ধ রাখতে হবে, তাহলে তুলনামূলক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।


মোসাদের বন্দুক দিয়ে ইরানের পরমাণুবিজ্ঞানীকে হত্যা করা হয়

স্বস্তিকা কাদের ভয়ে আছেন?

বিয়ে নিয়ে মাথা খারাপ করবেন না : সুস্মিতার প্রেমিক

বউ মেলায় যেতে পারবে না জামাই!


হার্ড ডিস্কঃ অতিরিক্ত অ্যাপস ইন্সটল করে না রাখলে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে। অতিরিক্ত অ্যাপস র‍্যাম দখল করে রাখে এবং সেই সাথে অনেক চার্জ টেনে নেয়। তাছাড়া হার্ড ডিস্ক সবসময় ফাঁকা রাখার চেষ্টা করতে হবে, তাহলে ব্যাটারি ব্যাকআপ ভাল দিবে।

এসব ছোট ছোট বিষয় মেনে চললে, ব্যাটারী অনেকটাই ভালো পারফরম্যান্স দিবে।

news24bd.tv / নকিব