এভারেস্ট জয় না করেও ছবি এডিট করে সনদ নেওয়া দুইজন সহ তিন ভারতীয়কে নিষিদ্ধ করেছে নেপাল। নরেন্দ্র সিং যাদব, সীমা রানি গোস্বামী এবং তাদের দলনেতা নব কুমার ফুকোনকে ছয় বছর নেপালে পবর্তারোহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। প্রতারণা করায় অভিযুক্ত দুইজনের সনদও বাতিল করেছে নেপালি কর্তৃপক্ষ।
জানা যায়, নরেন্দ্র সিং যাদব এবং সীমা রানি গোস্বামী দাবি করেছিলেন, তারা ২০১৬ সালের বসন্ত মৌসুমে এভারেস্ট চূড়ায় আরোহণ করেছিলেন।
কিন্তু নরেন্দ্র সিং যাদব গত বছর ভারতের সম্মানজনক তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক।
কানাডাকে গুজব না ছড়ানোর আহ্বান ইরানের
বিচার ব্যবস্থায় পরিবর্তন আনছে সৌদি আরব
ভারতের পর্বতারোহী এবং গণমাধ্যমগুলো যাদবের ২০১৬ সালে ‘এভারেস্টজয়’-এর ছবিগুলো বিশ্লেষণ করে প্রমাণ উপস্থাপন করেন যে, সেগুলো এডিট করা।
পরে সমালোচনার মুখে নরেন্দ্র সিং যাদবের পুরস্কার ফিরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় একটি তদন্তও শুরু হয়েছে।
news24bd.tv / নকিব