ক্ষুদ্র উদ্যোক্তাদের ই-কমার্সে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ গ্রহণ

ক্ষুদ্র উদ্যোক্তাদের ই-কমার্সে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ গ্রহণ

অনলাইন ডেস্ক

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ব্যবসা তথা ই-কমার্সে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। শুরুতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফরম তৈরিতে সহায়তা করা হবে। এছাড়া ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বাজার সংযোগে সহায়তা প্রদান করা হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সমঝোতা অনুযায়ী ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্ল্যাটফরমের আওতায় আনা, পণ্য উৎপাদন এবং বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা এবং সমবায় সমিতিগুলোর জন্য প্রশিক্ষণ বিষয়ে কারিগরি পরামর্শ প্রদান করা হবে। এটুআইয়ের একশপ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তারা ই-বিপণন করতে পারবেন।

আরও পড়ুন:


‘ইরানকে নিয়ে ৪২ বছর ধরে জুয়া খেলেছ আমেরিকা’

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সব হত্যার দ্রুত বিচার হোক: দীপনের বাবা

কাদের মির্জার গাড়িবহরে হামলা


সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান প্রমুখ। এ সময় জানানো হয়, বিসিকের প্ল্যাটফরমটি একশপের সঙ্গে সংযুক্ত থাকবে।

যেখানে বিসিকের উদ্যোক্তারা একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে।  

news24bd.tv / কামরুল