যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

অনলাইন ডেস্ক

ইসলাম ধর্ম ছেড়ে ইহুদি ধর্ম গ্রহণ করেছেন কুয়েতের নারী কণ্ঠশিল্পী ইবতিসাম হামিদ। খবর মিডিল ইস্ট মনিটরের।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আরটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর।

ইবতিসাম হামিদ ঘোষণা করেছেন, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।

ইসলাম ছেড়ে দেওয়ার পেছনের কারণগুলোও তিনি ব্যাখ্যা করেছেন।

মিডিল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ইবতিসাম হামিদ ‘বাসমা আল-কুয়েতি’ নামে সুপরিচিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তিনি বলেছেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করার ঘোষণা দিয়েছি।

গর্বের সঙ্গে ইহুদি ধর্মে ধর্মান্তরের ঘোষণা করছি।


কোভিডে টরন্টোয় বন্দুক সন্ত্রাস বেড়েছে, বাংলাদেশিদের সতর্কতার পরামর্শ

ইসলামে নাম ব্যঙ্গ করার পরিণাম কী?

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল

কুরআন শরিফ ছিড়ে গেলে ইসলামের নির্দেশনা কি?

যে কারণে দোয়া কবুল হয় না


তিনি জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত তার বিশ্বাসের ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে।

হামিদ বর্তমানে কুয়েতে বসবাস করেন কি না-সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি বলে জানিয়েছে মিডিল ইস্ট মনিটর।

ভিডিও দেখতে ক্লিক করুন

news24bd.tv তৌহিদ