নারীদের সুরক্ষায় আইন প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী, অধিকার আদায়ে যোগ্যতা অর্জন করতে হবে নারীদেরকেই, ৫ নারীকে দেয়া হয়েছে জয়িতা পুরস্কার
ধারাবাহিকভাবে রান করতেই পারিশ্রমিক পাই: বোনার
অনলাইন ডেস্ক
অল্প কিছুদিন আগেই চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে তার। আর প্রথম ম্যাচেই দ্বিতীয় ইনিংসে খেলেছেন ২৪৫ বলে ৮৬ রানের ম্যাচ জেতানো এক ইনিংস। অভিষেকে ডাবল সেঞ্চুরিয়ান কাইল মায়ারসের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ২১৬ রানের রেকর্ড জুটি। ধারাবাহিতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচের প্রথম দিন ৭৪ রানের অপরাজিত এনক্রুমাহ বোনার।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে যা জানালেন, তাতে অনেকদিন ধরে খেলে আসা খেলোয়াড়েরাও লজ্জা পেতে পারেন। তার ভাষ্য, 'আমার জন্য বিষয়টা হলো, খেলার প্রতিটা অংশেই আমি চাপ সৃষ্টি করে খেলি। আমরা ধারাবাহিকভাবে রান করতেই পারিশ্রমিক পাই এবং আমি সেটারই চেষ্টা করে চলেছি।'
চট্টগ্রামের উইকেটের সঙ্গে তেমন কোন পার্থক্যও খুঁজে পাননি বোনার, 'আমার মনে হয়, এ উইকেটে বাউন্স একটু বেশি। এছাড়া বাকি সব (চট্টগ্রামের) একই। তাই এখনও পরিকল্পনাটা একই। যত বেশি সম্ভব সামনের পায়ে খেলা এবং বল দূরে দূরে রাখা।'
ছবি জালিয়াতি করে সনদ নেওয়া তিন 'এভারেস্ট বিজয়ী' বহিষ্কার
বিজেপি ক্ষমতায় আসলে সীমান্ত দিয়ে একটা পাখিও ঢুকতে পারবে না: অমিত শাহ্
একসাথে প্রায় ১০০ গাড়ির সংঘর্ষ, নিহত ৫
বিচার ব্যবস্থায় পরিবর্তন আনছে সৌদি আরব
উল্লেখ্য, ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য