প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
অবসাদে ভুগে টিকটক তারকার আত্মহত্যা
অনলাইন ডেস্ক
মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যা করেছেন জনপ্রিয় টিকটক স্টার ড্যাজহারিয়া শেফার। শেফার টিকটকে 'ব্যাক্সিগার্লডি' নামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এছাড়া নিজের কসমেটিকস ব্র্যান্ড তৈরি করেছিলেন।
কিন্তু এত সাফল্যের পরেও অবসাদে ভুগতেন তিনি। সোমবার ( ৮ ফেব্রুয়ারি) নিজের বাড়িতেই আত্মহত্যা করেন ১৮ বছর বয়সী এই টিকটক স্টার।
তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন? এই প্রশ্নই এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নয়েসের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, "নয়েসের এভাবে মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছি। ওর কিসের কষ্ট ছিল? একবার কেন আমাকে জানালো না! না জানিয়েই কেন নিজেকে এভাবে শেষ করে দিল?" এর পর নয়েসের ফ্যানেরা সমবেদনা জানান তার বাবাকে।
ড্যাজহারিয়া আত্মহত্যা করার আগে নিজের শেষ ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এবং লেখেন, "এটাই আমার শেষ ভিডিও"।
ছবি জালিয়াতি করে সনদ নেওয়া তিন 'এভারেস্ট বিজয়ী' বহিষ্কার
উইঘুর মুসলিমদের নিয়ে সংবাদ প্রচার, চীনে বিবিসি বন্ধ
তারপরেই নিজের ঘরে আত্মহত্যা করেন তিনি। জানা গিয়েছে কয়েক মাস আগে ব্রেক-আপ হয়েছে তাঁর। এবং প্রেম ভেঙে যাওয়ার পর থেকেই অবসাদে ছিলেন এই টিকটক স্টার। বন্ধু বান্ধবের সঙ্গে মেলা মেশা কমিয়ে দিয়েছিলেন। এমনকি টিকটক ভিডিও বানানোও কমে গিয়েছিল।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য