বাঙালীদের আত্মপরিচয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে: মহাদেব সাহা

বাঙালীদের আত্মপরিচয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে: মহাদেব সাহা

Other

বাংলাদেশের কবিতা মূলধারা গণআন্দোলন, প্রতিবাদ, মিছিলের উষ্ণ সাহচার্যে বেড়ে উঠেছে। তাই এদেশের কবিতার রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। এমনটাই মনে করছেন একুশে পদকপ্রাপ্ত কবি মহাদেব সাহা। নিউজ টোয়েন্টিফোরকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবেগপ্রবণ ও কবিতাপ্রিয় বাঙালী জাতি তার আত্মপরিচয় জানতে পেরেছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে।

একুশ মানে যে কবির কাছে স্বপ্ন ফিরে আসা, তারুণ্য ফিরে আসা, অন্যায়ের প্রতিবাদ, দূর্জয় শপথ ফিরে আসা। সেই কবি মহাদেব সাহা মনে করেন একুশের জাগরণ না ঘটলে বাংলাদেশের সাহিত্যে এত তাড়াতাড়ি সমৃদ্ধি ঘটত না। তার মতে, আন্দোলন, মিছিল, প্রতিবাদ দিয়েছে বাংলার কবিতায় এক নতুন রঙ, জীবনের গন্ধ।

আরও পড়ুন:


সেবা বৈষম্য নিয়ে ক্ষুব্ধ নতুন যুক্ত ওয়ার্ডের বাসিন্দারা

কমলাপুর স্টেশন অক্ষত রেখেই মেট্রোরেলের পরিকল্পনা

ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু করেছে ইরান

টানা পঞ্চম বারের মতো সেরা করদাতার পুরস্কার জিতল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ


১৯৮৭ সালে শুরু হয় কবিতা উৎসব।

প্রথম থেকেই এ উৎসবের সাথে ছিলেন তিনি। ২০২০ সালের এই উৎসবে কবি মহাদেব সাহা ছিলেন উদ্বোধক।

গতবছর অমর একুশে গ্রন্থমেলায় আসে তার আটটি বই। কোলকাতার বইমেলায় আরও দুটি। বঙ্গবন্ধুকে ঘিরে রচিত কবিতা ও লেখা নিয়েও বইমেলায় রয়েছে তার বই। ১০/১২ বছর বয়সেই কবি বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন কবিতা। কবির কণ্ঠেই তা শুনেছিলেন বঙ্গবন্ধু। বলেছিলেন, মহাদেব সাহা হবেন নামকরা কবি।  

তরুণ প্রজন্ম দেশপ্রেমে জাগ্রত হয়ে লিখবে কবিতা, রচনা করবে সাহিত্য এমন প্রত্যাশার কথা জানান কবি মহাদেব সাহা।

news24bd.tv আহমেদ