করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নির্বাচনী প্রচারনায় নারীদের ওপর হামলা হাসপাতালে ভর্তি
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে আসন্ন ৪র্থ দফা পৌর নির্বাচনকে কেন্দ্র করে সদরের পৌরসভা কাউন্সিলর প্রার্থী সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েক আহত হয়েছে।
আহতদের মধ্যে এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে জেলা শহরের পুরাতন বাসষ্টান্ড এলাকায় নির্বাচনী ক্যাম্পে ১নং ওয়ার্ডের ঢেরশ মার্কার প্রার্থী হামিদুল্লাহ আল মামুন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে প্রার্থী হামিদুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ঢেরশ মার্কার প্রার্থী সমর্থকরা বিকেলে শহরের শান্তিনগর এলাকায় প্রচারনা চালায়। এ সময় প্রতিপক্ষ প্রার্থী জমিরুল ইসলাম দলবল নিয়ে কর্মী ও সমর্থকদের ওপড় হামলা চালিয়ে মারপিট করে বলে অভিযোগ উঠেছে। শুধু মারপিট নয় নারীদের মুখের হিজাব ছিড়ে লাঞ্চিত করেও করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
বিএনপির ডাকা চট্টগ্রামের সমাবেশ স্থগিত
বাঙালীদের আত্মপরিচয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে: মহাদেব সাহা
সেবা বৈষম্য নিয়ে ক্ষুব্ধ নতুন যুক্ত ওয়ার্ডের বাসিন্দারা
কমলাপুর স্টেশন অক্ষত রেখেই মেট্রোরেলের পরিকল্পনা
আহতরা জানান, বিকালে শান্তিনগর এলাকায় ঢেরশ মার্কার প্রচারনা চালার সময় প্রতিপক্ষ প্রার্থী জমিরুল ইসলাম (উট পাখি মার্কা) দলবল নিয়ে মহিলাদের মুখের হিজাব ছিড়ে ফেলেন। আর আমাদের ওপর হামলা চালায়। এ সময় নাজমা অজ্ঞান হয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য