মরুর বুকে কাতার প্রবাসী বাংলাদেশিদের সবজি চাষ

মরুর বুকে কাতার প্রবাসী বাংলাদেশিদের সবজি চাষ

অনলাইন ডেস্ক

মরুভূমির বুকে সবুজের সমারোহ। শুনলে হয়তোবা চোখ কপালে উঠবে। কিন্তু এটাই সত্যি। কাতারের মরুভূমির বুকে এই অসম্ভবকে সত্যি করে তুলেছে আমাদের গর্বিত বাংলার সন্তান প্রবাসীরা বাংলাদেশিরা।

রাজধানী দোহা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আল ওকির মরুভূমির মধ্যে সবুজের সমারোহ। চার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা গড়ে তুলছেন কৃষি খামার। সবজি চাষের পাশাপাশি মুরগি পালন, পুকুর বানিয়ে মাছের চাষও করছেন তারা।

২০ জনের মতো প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করেন এ খামারে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাজে ব্যস্ত থাকেন তারা। করলা, ঝিঙা, চিচিঙ্গা, লাউ, শিমসহ নানা ধরনের শাকসবজি চাষ করা হয় এখানে।

এখানে কর্মরত প্রবাসী বাঙালীরা জানান, এখানে দেশি শাকসবজি উৎপাদন করছি। করলা লাউ, শিমসহ শীতকালীন সবজি ভালো উৎপাদন হচ্ছে।

আরও পড়ুন:


মধ্যরাতে শেষ হচ্ছে ৫৫ পৌরসভার প্রচার

আবারও নুসরাত-যশের ভিডিও ভাইরাল

প্রিয়াঙ্কা কেন স্বামীর পেছনে গুপ্তচর নিয়োগ করেছিলেন

এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্কের নীতি অপরিবর্তনীয়


প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মনিরুল ইসলাম বলেন, তিন বছর আগে কাতারি নাগরিকের কাছ থেকে জমি ভাড়া নিই। জমিতে সবজির পাশাপাশি ঘাসের উৎপাদনও করছি।

সৌদি জোটের অবরোধের আগে আমদানিনির্ভর কাতারে গড়ে ওঠে কৃষি খামারসহ বিভিন্ন উৎপাদনযোগ্য প্রতিষ্ঠান। বর্তমানে কাতারের সবজি চাহিদা মিটিয়ে রপ্তানিতে মনোযোগী দেশটির সরকার।

news24bd.tv আহমেদ