রাশিয়া-ইইউ উত্তেজনা বাড়ছে, সম্পর্ক ছিন্নের হুমকি মস্কোর

রাশিয়া-ইইউ উত্তেজনা বাড়ছে, সম্পর্ক ছিন্নের হুমকি মস্কোর

অনলাইন ডেস্ক

নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার ওপর নতুনকরে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে মস্কো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছে।

আজ রাশিয়ার পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাশিয়ার সরকারবিরোধী নেতা আলেক্সাই নাভালনির গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে।

মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে ইউরোপে আলোচনা চলছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ।

নতুন নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছি। ’ 

তিনি বলেন, আমরা নিজেদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাই না, কিন্তু আমাদের তা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

শান্তি চাইলে যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হয়। ’


কোভিডে টরন্টোয় বন্দুক সন্ত্রাস বেড়েছে, বাংলাদেশিদের সতর্কতার পরামর্শ

ইসলামে নাম ব্যঙ্গ করার পরিণাম কী?

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল


সম্প্রতি ইউরোপীয় ‌ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রুশ সরকারের বিরোধী নেতা নাভানলি ইস্যুতে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এরপরই নতুন হুমকি দিলো মস্কো।

news24bd.tv নাজিম