মোশাররফ করিমের প্রশংসায় ভারতীয় মিডিয়া

মোশাররফ করিমের প্রশংসায় ভারতীয় মিডিয়া

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত চলচ্চিত্র ডিকশনারী। এর নির্মাতা ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। মোশাররফ করিম ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি।

মোশাররফ করিম মকর ক্রান্তি চট্টোপাধ্যায়ের চরিত্র অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

তার অভিনয়ের মুগ্ধ প্রশংসা করেছে ভারতীয় মিডিয়া।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এ সিনেমায় নজর কেড়েছেন মকর ক্রান্তির ভূমিকায় মোশাররফ করিম। কলোনিয়াল (এবং ক্লাবের নিত্যদিনের মদ্যপানের) হ্যাংওভার কাটিয়ে উঠতে না পারা মকরের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ছেলেকে ইঞ্জনিয়ার বানানোর মধ্যবিত্ত বাসনা ও ইংরেজি ভাষা বেগতিক হয়েও তা রপ্ত করার আপ্রাণ চেষ্টা কখনও হাসির উদ্রেক করে, কখনও করুণার- সবটাই মোশাররফ ব্যক্ত করেছেন সমান দক্ষতায়। ’


নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে ফের মশাল মিছিল

সংগীতশিল্পী মিলাকে গ্রেপ্তারে খুঁজছে পুলিশ

বিরল প্রজাতির সাপ ‘রেড কোরাল’র সন্ধান

শবে মেরাজ ১১ মার্চ


হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়,  বাংলাদেশি অভিনেতা মোশারফ করিম ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

news24bd.tv নাজিম