বিএনপির অবস্থা গাধার জল ঘোলা করে খাওয়ার মতো: তথ্যমন্ত্রী

বিএনপির অবস্থা গাধার জল ঘোলা করে খাওয়ার মতো: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে বিএনপির ‘গাধা জল ঘোলা করে খায়’ অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা করোনার টিকা নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন। তারা (বিএনপি) প্রথমে বলেছে, সরকার টিকা সময়মতো আনতে পারবে না।

যখন সময়মতো চলে এল, তখন বলল, এটি নিলে কোনো কাজ হবে না। এই টিকা দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছে, এ ধরনের কথাও বলেছে তারা।


তুচ্ছ কারণে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করলো ব্যান্ডেজ গ্রুপের সদস্যরা

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে ফের মশাল মিছিল

সংগীতশিল্পী মিলাকে গ্রেপ্তারে খুঁজছে পুলিশ


আদালতের নির্দেশ পেলে আল-জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমরা চাইলে আল-জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে।

এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো ছয়-সাতটি দেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, তাই আমরা সেই উদ্যোগ নিইনি।

তথ্যমন্ত্রী বলেন, আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা-বানোয়াট। ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে এবং কিছু কাট-পেস্ট করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

news24bd.tv নাজিম