হজরত আবদুল্লাহ ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত - রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-
اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ
‘হে আল্লাহ! আপনি আমার অন্তরকে বরফ, শিশির ও ঠান্ডা পানি দ্বারা শীতল করে দিন। হে আল্লাহ! আমার অন্তরকে গোনাহ থেকে এমনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিন যেরূপে আপনি সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করেছেন। ’ (তিরমিজি)
এ দোয়াটি মুমিন মুসলমানের জন্য অন্যতম শিক্ষা। প্রতিনিয়ত গোনাহের কাজে জড়িয়ে থাকা মানুষের জন্য ক্ষমা প্রার্থনায় খুবই কার্যকরী।
اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ
উচ্চারণ : আল্লাহুম্মা বাররিদ ক্বালবি বিছছালঝি ওয়াল বারাদি ওয়াল মায়ি, আল্লাহুম্মা নাক্কি ক্বালবি মিনাল খাত্বাইয়া কামা নাক্কাইতাছ ছাওবাল আবয়িাদা মিনাদ দানাসি। ' (মুসলিম, তিরমিজি)
আরও পড়ুন:
বড় ও নামি হাসপাতালে টিকা নিতে ভিড় বেশি
অসম প্রেম ও কলহেই খুন হন সজীব হাসান
বিএনপির অবস্থা গাধার জল ঘোলা করে খাওয়ার মতো: তথ্যমন্ত্রী
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার অন্তরকে বরফ, শিশির ও ঠান্ডা পানি দ্বারা শীতল করে দিন। হে আল্লাহ! আমার অন্তরকে গোনাহ থেকে এমনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিন যেরূপে আপনি সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করেছেন’।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সার্বক্ষণিক এ দোয়াটি পড়ে গোনাহমুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন। দুনিয়ার যাবতীয় ব্যস্ততায় প্রশান্তি দান করুন। আমিন।
news24bd.tv আহমেদ