তামিলনাড়ুতে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

তামিলনাড়ুতে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ু প্রদেশের বিরুধুনগরে এক আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৬ জন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) এবিপি’র এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

প্রদেশটির মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারদের ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া গুরুতর জখমদের ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন:


দিঘী থেকে ২০০ বছর আগের হাতির কঙ্কাল উদ্ধার

মাহফিলে মাওলানা মামুনুলকে পেতে মরিয়া গ্রামবাসী, পুলিশের অসম্মতি

কিয়ামতের দিন যে দুই সূরা আমলকারীদের ছায়া হয়ে দাঁড়াবে

স্কুল ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে গণর্ধষণ, ভিডিও ধারণ


পুলিশ সূত্রে জানা গেছে, বাজি তৈরি করার সময় কিছু রাসায়নিক মেশানোর সময় এ দুর্ঘটনা ঘটেছে। কারখানাটি বিরুধুনগর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মৃতদের পরিবারের কাছে খবর জানানোর জন্য স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক