টিকা নিয়ে যাদের ভয় ছিল তা কেটে গেছে: স্বাস্থ্য সচিব

টিকা নিয়ে যাদের ভয় ছিল তা কেটে গেছে: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, টিকা নিয়ে যাদের ভয় ছিল তাদের ভয় কেটে গেছে। টিকাদান কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন।  

শনিবার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় টিকাদান নতুন কর্মসূচি পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচিতে ভিড় কমাতে স্পট রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

তবে প্রবীণদের স্পট রেজিস্ট্রেশন করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। যাতে কোন কষ্ট ছাড়াই প্রবীণরা টিকা দিতে পারে।

এছাড়াও টিকাদানে কোন সমস্যা তৈরি হচ্ছে কিনা সে বিষয়টি পরিদর্শন করা হচ্ছে। আজ শনিবার টিকা দেয়ার পরিমাণ সাড়ে ছয় লাখ ছড়াবে বলেও মনে করছেন স্বস্থ্য সচিব।

আরও পড়ুন:


তামিলনাড়ুতে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

দিঘী থেকে ২০০ বছর আগের হাতির কঙ্কাল উদ্ধার

মাহফিলে মাওলানা মামুনুলকে পেতে মরিয়া গ্রামবাসী, পুলিশের অসম্মতি

কিয়ামতের দিন যে দুই সূরা আমলকারীদের ছায়া হয়ে দাঁড়াবে


আব্দুল মান্নান বলেন, ৩৫ লাখ টিকা দেয়ার পর শহর এবং গ্রামের আলাদা আলাদা পরিসংখ্যান করা হবে। তখন গ্রামের লোকের উপস্থিতি কম হলে আগ্রহ বাড়াতে পদক্ষেপ নেয়া হবে।  

করো শরীরে অ্যান্টিবডি তৈরি হলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যান্টিবডি তৈরি হতে ৪ সপ্তাহের সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমাদের টিকা দেয়া শুরুর পর থেকে এখনো ৪ সপ্তাহ হয়নি। তাই এখনি বলা যাচ্ছে না। অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না। তাই সেটা জানতে অপেক্ষা করতে হবে।

news24bd.tv আহমেদ