ট্রাম্পের বিরুদ্ধে উসকানির অভিযোগ 'ভয়াবহ মিথ্যা'

ট্রাম্পের বিরুদ্ধে উসকানির অভিযোগ 'ভয়াবহ মিথ্যা'

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগকে 'ভয়াবহ মিথ্যা' বলেছেন তার পক্ষের আইনজীবীরা।

সিনেটে গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারকালে এমন দাবি করেন তারা। তারা এসময় নিজেদের দাবির পক্ষে তথ্যপ্রমাণও উপস্থাপন করেন।

এ ব্যাপারে আইনজীবী মাইকেল ভন ডার ভিন বলেন, সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ এবং ছিদ্রান্বেষণ।

মাইকেল ভ্যান ডের ভেন বলেন, ‘সিনেটের এই অভিশংসনের নিবন্ধটি রাজনৈতিক প্রতিহিংসামূলক ও অসাংবিধানিক। ’ তিনি আরো বলেন, ‘গত চার বছরে বামপন্থিরা যে কয়টি রাজনৈতিক  উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনেছেন, তার মধ্যে এই অভিশংসনটি একাধারে সত্য, প্রমাণ এবং মার্কিন জনগণের স্বার্থপরিপন্থি।


ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

ক্ষমতার সাথে সাথে স্ত্রীকেও হারাতে চলেছেন ট্রাম্প!

করোনা টিকার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে কানাডা

ছাগলে গাছ খাওয়া নিয়ে কৃষক খুন, আটক ২


সিনেটে গতকাল অভিশংসন বিচারকালে ডোনাল্ড ট্রাম্পের পক্ষের আইনজীবীরা অস্বীকার করেন যে, ট্রাম্প গত ৬ জানুয়ারি  যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালানোর জন্য বিক্ষোভকারীদের প্ররোচিত করেছেন।

news24bd.tv / নকিব