বীটরুটের উপকারিতা

বীটরুটের উপকারিতা

অনলাইন ডেস্ক

বীট বা বীটরুট যেটাই বলা হোক না কেন আমাদের দেশে এই ফলটির জনপ্রিয়তা বেশ কম। এটি ফল ও সবজি দুইভাবেই খাওয়া যায়।

জনপ্রিয়তা কম হলেও এটির পুষ্টিগুণ ও কার্যকারিতা কিন্তু কম নয়। বিটের রস পান করলে উচ্চ রক্তচাপ কমে যায়।

স্নায়ু কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। হৃদপিণ্ড সুস্থ রাখে। আয়রন, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইটোকেমিক্যালগুলি রক্তকে বিশুদ্ধ করতে সহায়তা করে এবং মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে তোলে।

বিটরুট নিয়ে জার্নাল অব নিউট্রিশনের একটি গবেষণায় দেখা যায়, "প্রতিদিন কমপক্ষে এক গ্লাস বিটের রস রক্তচাপ কমাতে সাহায্য করে।

যাদের উচ্চ রক্তচাপ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। তারা এক গ্লাস বিট রসের মাধ্যমে তাদের রক্তচাপ কমাতে এবং নিয়ন্ত্রণ করতে পারেনা। বিশেষ করে, ৫৪ থেকে ৮০ বছর বয়সীদের জন্য বিট রস খুব কার্যকর। এতে অ্যান্টিঅক্সিডেন্টের ইতিবাচক লক্ষণ পাওয়া গেছে। "


ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

ক্ষমতার সাথে সাথে স্ত্রীকেও হারাতে চলেছেন ট্রাম্প!

করোনা টিকার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে কানাডা

ছাগলে গাছ খাওয়া নিয়ে কৃষক খুন, আটক ২


বিটের রস পান করা ছাড়াও এটি স্যুপ, সালাদ বা স্বাস্থ্যকর মিষ্টি হিসাবে খাওয়া যেতে পারে। দৈনন্দিন খাদ্য তালিকায় চিকিৎসকের পরামর্শ নিয়ে এই উপকারী ফলটি অন্তর্ভুক্ত করা যায়।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক