স্বাস্থ্য অধিদপ্তরে ডা. নাসিমা সুলতানা দিনাজপু‌রে ক‌রোনা টিকা পরিদর্শন

স্বাস্থ্য অধিদপ্তরে ডা. নাসিমা সুলতানা দিনাজপু‌রে ক‌রোনা টিকা পরিদর্শন

Other

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)  ডা. নাসিমা সুলতানা দিনাজপু‌র ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনারেল হাসপাতালের ক‌রোনা টিকা কার্যক্রম পরিদর্শন ক‌রেন।

আজ শ‌নিবার সকাল ৯ টায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)  ডা. নাসিমা সুলতানা দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তি‌নি কোভিড -১৯ টিকাদান কেন্দ্র ঘুরে দেখেন। ‌টিকা গ্রহীতা‌দের স‌ঙ্গে কথা ব‌লেন।


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্তের সর্বশেষ তথ্য

রক্তাক্ত ছাত্রদল নেতাকে উদ্ধার করলেন ইশরাক

সামিসহ ১১ জনের বিরুদ্ধে ফের তদন্ত হচ্ছে

বিরল 'রেড কোরাল' সাপটির চিকিৎসা চলছে রাজশাহীতে


প‌রিদর্শনকা‌লে আ‌রও উপ‌স্থিত ছি‌লেন, রংপুর বিভা‌গের স্বাস্থ্য প‌রিচালক ডাঃ আহাদ আলী, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নজমুল ইসলাম, আরএমও ডা. পারভেজ সোহেল রানা প্রমুখ।  

‌‌সি‌ভিল সার্জ‌নের তথ্য ম‌তে, দিনাজপু‌রে শুক্রবার পর্যন্ত ১১ হাজার ১৩৬ জন ক‌রোনা টিকা গ্রহণ ক‌রে‌ছেন। যা জেলার বরাদ্দকৃত টিকার ২৪ শতাংশ। শ‌নিবার সকাল পর্যন্ত রে‌জি‌স্ট্রেশন হ‌য়ে‌ছে ২৪ হাজা‌রের ওপ‌রে।

news24bd.tv / কামরুল