ছাগলের পাতা খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

ছাগলের পাতা খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

অনলাইন ডেস্ক

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরর্দী ইউনয়নের বাঊসা গ্রামে শনিবার সকালে ছাগলে গাছ খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।  

নিহত আজিমউদ্দিন ওরফে অজি (৫৫) ওই গ্রামের ইয়ার মাহমুদের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আফরোজা আক্তার ও ইতি বেগম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্তের সর্বশেষ তথ্য

রক্তাক্ত ছাত্রদল নেতাকে উদ্ধার করলেন ইশরাক

সামিসহ ১১ জনের বিরুদ্ধে ফের তদন্ত হচ্ছে

বিরল 'রেড কোরাল' সাপটির চিকিৎসা চলছে রাজশাহীতে


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন ধরে নিহত অজি মিয়ার সঙ্গে প্রতিবেশী ইসমাইল মিয়া গংদের জমি নিয়ে বিরোধ চলছিল।

সকালে ইসমাইলের ছাগল আজিমউদ্দিনের বাড়ির আঙ্গিনায় লাগানো সুপারি ও নারকেল গাছের পাতা খেয়ে ফেলে।  

এ নিয়ে প্রথমে তর্কাতর্কি ও পরে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অজিকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নকলা থানা থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধার এবং ইসমাইলের স্ত্রী শিখা বেগমসহ দুইজনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি মো. মুসফিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে।

news24bd.tv / কামরুল