আইসিসি’র পদ থেকে সরানো হলো চিফ প্রসিকিউটারকে

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র চিফ প্রসিকিউটার ফাতু বেনসুদাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার জন্য নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান।

বেনসুদা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত পরিচালনা করছিলেন। একইসঙ্গে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন সময়ের যুদ্ধপরাধের বিচারের দাবীতে তদন্ত পরিচালনা করছিলেন ফাতু বেনসুদা।

 

শুক্রবার আইসিসি’র ১৩১টি সদস্য দেশ নতুন চিফ প্রসিকিউটর নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটিতে অংশ নেয়। গোপন ব্যালটে নতুন চিফ প্রসিকিউটর নির্বাচিত করা হন।  


১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসটার কথা যেন ভুলে না যাই

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

 ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে: কাদের


এতে করিম খান ৭২ ভোটে সংখ্যাগরিষ্টতা পেয়ে আগামী নয় বছরের দায়িত্ব পালনের সুযোগ পেলেন। ফাতু বেসসুদাকে সরিয়ে দেয়ার জন্য ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদান করছিলো বলে জানা গেছে।

 

এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনসুদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

news24bd.tv নাজিম