বিএনপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এদিকে খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা সরকারকে প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে সমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৭ জনকে আটক করা হয়।  

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে, সকাল ১০টায় পূর্ব নির্ধারিত সমাবেশ শুরুর কথা থাকলেও অনেক আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন।

সমাবেশে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে প্রতিবাদ জানান, দলের সিনিয়র নেতারা।

শেষের দিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের বক্তৃতা শেষ হওয়ার আগে,সমাবেশের পাশ থেকে হঠাৎ  কে বা কারা ইট পাটকেল ছুড়ে মারলে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পুলিশ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে । এতে বিএনপির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।


 ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসটার কথা যেন ভুলে না যাই

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

 ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে: কাদের


বিএনপি নেতা ইশরাক হোসেন জানান, শান্তিপূর্ণ সমাবেশের শেষের দিকে কে বা কারা ইট ছুড়ে উত্তেজনার সৃষ্টি করে।

অন্যদিকে পুলিশ জানান, বিএনপি বিনা উসকানিতে পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। একই ইস্যুতে রোববার সারদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

news24bd.tv নাজিম