পয়নিষ্কাসন ব্যবস্থা কার্যকর না হওয়ার পেছনে দায়ী নাগরিক অসচেতনতা: ওয়াসা

পয়নিষ্কাসন ব্যবস্থা কার্যকর না হওয়ার পেছনে দায়ী নাগরিক অসচেতনতা: ওয়াসা

Other

নাগরিক অসচেতনতার কারণেই পয়নিষ্কাসন ব্যবস্থা পুরোপুরি কাজে আসছে না বলে দাবি ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের। তবে এই সচেতনতা তৈরিতে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা কার্যকর ভুমিকা রাখতে পারেন। নিউজ টোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি আরো জানান, বাস্তবায়নাধিন পাঁচটি পয়নিষ্কাসন প্লান্টের কাজ শেষ হলে রাজধানীবাসীর পয়নিষ্কাসন নিয়ে আর কোন অভিযোগ থাকবে না।  

টানা কয়েক ঘন্টার বৃষ্টি; আর তাতেই বিভিন্ন এলাকায় হাটু পানি।

বর্ষায় রাজধানীবাসীর এই ভোগান্তি আরো চরমে ওঠে যখন ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ভেঙে পড়ে পয়ানিষ্কাসন ব্যবস্থাও। বর্ষার পানিতে যুক্ত হয় মানুষের টয়লেটের বর্জ্য।


‘ফিলিপাইনের সেনা রাখতে চাইলে আমেরিকাকে অবশ্যই অর্থ দিতে হবে’

সূরা আল আরাফ ও হয়রত আদম ও হাওয়া (আ.) এর ক্ষমা প্রার্থনা

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা আ.লীগ নেতা, এলাকাবাসীর গণপিটুনি

চতুর্থ দফায় ৫৫ পৌরসভার ভোট আজ


খাল ও ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার দায়িত্ব ঢাকার দুই সিটি কর্পোরেশনের হলেও স্যুয়ারেজ বা পয়নিষ্কাসনের দায়িত্ব ওয়াসার। আর সেই দায়িত্ব পালনে কী করছে সংস্থাটি? মাস্টারপ্লানের কথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

পয়নিষ্কাসন ব্যবস্থায় পুরোপুরি সফল না হওয়ার পেছনে নাগরিক অসচেতনতাকে দায়ী করছে ওয়াসা।

সম্প্রতি খাল পরিষ্কারের দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেয়ায় সিদ্ধান্তে রাতারাতি সব পরিবর্তন না হলেও সমন্বহীনতা কমবে বলে মনে করছেন ওয়াসার এমডি।

বর্জ্য ও পয়নিস্কাসনে নাগরিক সচেতনতা বাড়াতে সিটিকর্পোরেশনের জনপ্রতিনিধিরা বড় ভূমিকা পালন করতে পারে বলে অভিমত ওয়াসার।
news24bd.tv আয়শা