রাজশাহীর চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ৪২টি ঝুঁকিপূর্ণ

রাজশাহীর চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ৪২টি ঝুঁকিপূর্ণ

Other

রাজশাহীর গোদাগাড়ী, তানোর, তাহেরপুর ও নওহাটা পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এ চার পৌরসভার মধ্যে গোদাগাড়ীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমএ) ও বাকি তিনটাতে ব্যালোট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে।  

৫৭টি কেন্দ্রের মধ্যে ৪২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চারটি পৌরসভায় মেয়র পদে ১২ জন ও কাউন্সিলর পদে ২০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:


‌‘করোনায়’ দুই বাঘের বাচ্চার মৃত্যু

আশুলিয়ায় কিশোরী গণধর্ষণের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

রবিবার যেসব এলাকা বন্ধ থাকবে

ভূত আতঙ্কের ঘটনায় বরিশালের সেই নার্সিং কলেজ বন্ধ


এদের মধ্যে গোদাগাড়ী ও নওহাটা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং তানোরে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে গোদাগাড়ী পৌরসভায় ইভিএম মেশিনে ভোট হওয়ায় ধীরগতির অভিযোগ করেছেন ভোটাররা।

news24bd.tv আহমেদ