যশোরের দুই পৌরসভায় ভোটগ্রহণ চলছে

যশোরের দুই পৌরসভায় ভোটগ্রহণ চলছে

Other

যশোরের বাঘারপাড়া ও চৌগাছা পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই দুই উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। বাঘারপাড়ায় সনাতন পদ্ধতিতে ও চৌগাছা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ইভিএমএ ভোট ধীর গতিতে হচ্ছে।

ভোটাররা বিভিন্ন সমস্যার কথা বলছেন।

বাঘারপাড়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ পৌরসভায় ৯টি কেন্দ্রে সাত হাজার ৪৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন:


ঠাকুরগাঁওয়ে বোমা বিস্ফোরণে খবরে ভোটারদের মধ্যে আতঙ্ক

আবারও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে রাহীর আঘাত

রাজশাহীর চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ৪২টি ঝুঁকিপূর্ণ


অপরদিকে চৌগাছায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ২৪৯ জন। ১০টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

news24bd.tv আহমেদ