নরসিংদীর দুই পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

নরসিংদীর দুই পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

Other

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (১৪ ফেরুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালট এবং মাধবদী পৌরসভায় ভোট গ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে।

নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

 

দুটি পৌরসভার মধ্যে নরসিংদী পৌরসভার ৪০টি কেন্দ্রের ২৭৮টি কক্ষে চলছে ভোট গ্রহণ। একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১৫জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি টিমসহ পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।


দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে রাহীর আঘাত

রাজশাহীর চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ৪২টি ঝুঁকিপূর্ণ

‌‘করোনায়’ দুই বাঘের বাচ্চার মৃত্যু

আশুলিয়ায় কিশোরী গণধর্ষণের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার


মেয়র পদে ৪জন, সাধারণ ওয়ার্ডে ৪৩জন এবং সংরক্ষিত নারী কাউন্সির পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।  

এছাড়া ইভিএমে চলা ভোট গ্রহণ শান্তিপূর্ন করতে মাধবদী পৌরসভার ১৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহন।

মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য। এ পৌরসভায় ও মেয়র পদে ৪জন, সাধারণ ওয়ার্ডে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পতে ১১জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।   

দুই পৌরসভায় ৫৫টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৩১ হাজার ৯৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  

news24bd.tv আয়শা