বান্দরবানে পৌরসভা নির্বাচনে ভোটাদের দীর্ঘ লাইন

বান্দরবানে পৌরসভা নির্বাচনে ভোটাদের দীর্ঘ লাইন

Other

বান্দরবানে চলছে বান্দরবান পৌরসভা নির্বাচন। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলো বাড়ছে ভোটার লাইনও। সকাল ৮ টা থেকে ইভিএমে চলছে ভোট গ্রহণ।

সকাল থেকে স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট প্রদান করছে।

স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকলকে সহযোগিতা করছে।

প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নয়জন পুলিশ, নয়জন আনসার ও দুই প্লাটুন বিজিবি চার ভাগে বিভক্ত হয়ে কাজ করছে এবং সাথে আছে সেনাবাহিনী।

এবার পৌরসভায় ২৯ হাজার ৭২৯ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার ১৩ হাজার ১২০ জন।


ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

রাজশাহীর চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ৪২টি ঝুঁকিপূর্ণ

‌‘করোনায়’ দুই বাঘের বাচ্চার মৃত্যু

আশুলিয়ায় কিশোরী গণধর্ষণের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার


এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশ নিয়েছে। এছাড়া ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, আশা করছি সুষ্ঠুভাবে বিকালের মধ্যে পৌর নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন কেন্দ্রে নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছ পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স জেলার ডিবি পুলিশ ও ডিএসবি, ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবি ও গণমাধ্যমকর্মী।

news24bd.tv / কামরুল