নেইলপলিশ নিয়ে কয়েকটি টোটকা

নেইলপলিশ নিয়ে কয়েকটি টোটকা

অনলাইন ডেস্ক

একটা সময় মেহেদির কাঁচা পাতা পিষে নখে লাগিয়ে রঙিন করত শৌখিন মেয়েরা। একালেও মেহেদি পরার ধারা বজায় আছে হাত-পায়ে। তবে নখ রাঙানোর জায়গা দখল করে নিয়েছে নানা রকমের রঙিন পলিশ। পলিশ নখের সৌন্দর্যে যোগ করেছে ভিন্নমাত্রা।

 

 তবে বহুল ব্যবহৃত এই  জিনিসটি ব্যবহার করতে গিয়ে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। জেনে নিন নেইলপলিশ বিষয়ক কয়েকটি টোটকা-

১. নেইলপলিশ ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় আঙুলের চারপাশে লেগে যায়। সেটা তুলতে গেলে আবার নখের উপরের পলিশ নষ্ট হয়ে যাচ্ছে। এর সমাধান খুব সহজ।

নেইলপলিশ পরার আগে নখের ধার বরাবর একটু ভেসলিন লাগিয়ে নিন। এবার পরুন। আগের সমস্যা আর হবে না।

২. নেইলপলিশ ব্যবহারের পূর্বে কনটেইনারটি একটু দু’হাত দিয়ে ঘষে নিন। দেখবেন আর বুদবুদ থাকবে না।  

৩. একটু বড়ো নখে নেইলপলিশ বেশ মানায়। অনেকের নখ পাতলা থাকার কারণে ভেঙে যায় বা ফেটে যায়। এই অবস্থায় সামনে কোনো অনুষ্ঠান থাকলেও সাজগোজ মাটি হয়। এর সমাধানে ব্যবহার করুন টি ব্যাগ। অল্প একটু কাগজ ওই ব্যাগ থেকে কেটে নিন। হালকা আঠা দিয়ে ভাঙ্গা নখের উপর কাগজটা লাগান। ব্যাস, এবার সাজিয়ে নিন আপনার নখ মনের মত নেলপালিশ দিয়ে।

৪. অনেকদিন ব্যবহার না করলে নেইলপলিশ জমে যায়। কনটেইনার এর ঢাকনা খোলা বেশ কষ্টকর হয়ে যায়। হালকা গরম পানিতে মিনিট পাঁচেক এটি ভিজিয়ে রাখলেই সহজে খোলা যাবে নেইলপলিশটি।

৫. নেইলপলিশ পরার আগে নখ ভিনেগার দিয়ে একটু মুছে নিন। তারপর নেলপালিশ পরুন। দেখবেন রং অনেকক্ষণ বেশি থাকবে আর জেল্লাও বেশি থাকবে।  


করোনার টিকা নিলেন সেনাপ্রধান

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আবারও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি


৬. নেইলপলিশ শুকাতে অনেকক্ষণ সময় নেয়। হালকা কুকিং অয়েল লাগিয়ে রাখলে নেইলপলিশ শুকাতে সময় কম নেবে।  

৭. হাতের কাছে আঁঠা না থাকলে এর বদলে নেইলপলিশ দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন।  

৮. আঙুলে অনেক সময় আংটি পরলে মেটালের দাগ পড়ে যায়। পরার আগে একটু ক্লিয়ার নেলপালিশ লাগিয়ে নিন আংটিতে। দেখবেন দাগ আর পড়বে না।  

news24bd.tv নাজিম